অপসারণ সালাউদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসন নিয়োগ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া অনুপস্থিত থাকায় সেখানে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯এর ১০১ ও ১০২ ধারা মোতাবেক সহকারী কমিশনার ভূমি পূর্বাচল সার্কেল রূপগঞ্জ নারায়ণগঞ্জ কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুলহক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুর্নীতি, ভূমিদস্যতা ও হত্যা মামলা সহ নানা অপকর্মে জড়িত থাকায় আত্মগোপনে চলে যায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া।তাই তাঁকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।