জায়ানের মরদেহ দেখতে বনানীতে প্রধানমন্ত্রী
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: জায়ান চৌধুরীর মরদেহ দেখতে বনানীর শেখ সেলিমের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান।
ইতিমধ্যে তাকে দেখতে তার পরিবার, বাবা-দাদার সহকর্মী-স্বজন সবাই এসেছেন।
দুপুর ১.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জায়ানের মরদেহ। এর পর সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বর বাসায় এসে পৌঁছায়।
মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, পুত্র এবং জায়ানের দুই ভাই এসেছেন। তবে আহত স্বামী অর্থাৎ জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন শেখ আমেনা সুলতানা সোনিয়া (জায়ানের মা)।
বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জানাজা করা হবে।
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত হন। হামলায় নিহত হয় জায়ান চৌধুরী।
আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।