`শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী হামলাকারী ব্রিটেন-অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে’
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৯, ৭:২০ অপরাহ্ণশ্রীলঙ্কা: শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী হামলাকারীদের একজন যুক্তরাজ্যে পড়াশোনা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলাকারীরা সবাই মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের সদস্য। সন্ত্রাসী হামলাকারীদের সম্পর্কে এমন আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসছে বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ওই হামলাকারী অস্ট্রেলিয়ায় একটি কোর্স করার আগে ব্রিটেনে পড়ালেখা করেছিল।
বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বুধবার ৩৫৯ জনে এসে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন কথিত ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
উঁচু মানের কয়েকটি হোটেল ও গির্জায় এই বোমা হামলার দায় জঙ্গিগোষ্ঠী আইএস স্বীকার করেছে।
বুধবার কর্তৃপক্ষ যেসব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তা হলো, নয়জন হামলাকারীর মধ্যে আটজনকে শনাক্ত করেছে। এদের মধ্যে একজন নারী। হামলাকারীদের মধ্যে কোনও বিদেশি নেই।
হামলাকারীদের বেশিরভাগই ‘উচ্চ শিক্ষিত’ এবং ‘মধ্যবিত্ত’ পরিবারের।
মার্কিন রাষ্ট্রদূত শ্রীলঙ্কায় ‘সন্ত্রাসী হামলার চলমান ষড়যন্ত্রের’ বিষয়ে দেশটিকে সতর্ক করেছেন।
পুলিশ এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৬০ জনকে আটক করেছে।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান অয়াইজাবর্ধনে বুধবার বলেন, ‘আমরা ধারণা করছি একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাজ্যে পড়ালেখা করেছেন এবং পরে তিনি অস্ট্রেলিয়ায় পোস্টগ্র্যাজুয়েট সম্পন্ন করে দেশে ফিরে আসেন।’
অয়াইজাবর্ধনে বলেন, বেশিরভাগ হামলাকারী উচ্চশিক্ষিত এবং তারা মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে।
‘তারা আর্থিকভাবে বেশ স্বাধীন এবং তাদের পরিবারেরাও আর্থিক দিক থেকে বেশ প্রতিষ্ঠিত,’ যোগ করেন তিনি।
দু’জন হামলাকারী ছিলেন সহোদর ভাই এবং কলোম্বোর একজন ধনী মশলা ব্যবসায়ীর ছেলে। তারা সাংরি-লা এবং সিনামন গ্র্যান্ড হোটেলে বিস্ফোরণ ঘটান বলে বার্তা সংস্থা এএফপিকে জানায় পুলিশ।
কর্তৃপক্ষ বলছে তারা আত্মঘাতী হামলায় জড়িত স্থানীয়দের সঙ্গে ইসলামিক স্টেট গোষ্ঠীর সম্ভাব্য যোগসূত্র খুঁজছে।
শ্রীলঙ্কার সরকার এই হামলার জন্য স্থানীয় ইসলামি দল ন্যাশনাল তৌহিদ জামাতকে দায়ী করেছে। কিন্তু বিক্রমাসিংহে বলেছেন, স্রেফ স্থানীয় ভাবে এই হামলা চালানো সম্ভব ছিল না।