শ্রীলঙ্কায় আবারো বিস্ফোরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৯, ১২:৪১ অপরাহ্ণশ্রীলঙ্কা: আত্মঘাতী বোমা হামলায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বোর ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শহরের ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি বলেন, ‘আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ সাম্প্রতিক সময়ের অন্য বিস্ফোরণের মতো এটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ নয় বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহের সিরিজ বোমা হামলা নিয়ে যখন দেশটিতে চরম আতঙ্ক বিরাজ করছে তখন নতুন এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
গত রোববার কলম্বো ও এর আশপাশের কয়েকটি গির্জা ও হোটেলে কয়েক দফা আত্মঘাতী হামলায় অন্তত ৩৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।