শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৯, ৪:৩১ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা।
তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে ব্রুনাই গিয়েছিলেন। সংবাদ সম্মেলন তিনি এই সফরের বিষয়েই কথা বলবেন।
শেখ হাসিনা গত ২১ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ব্রুনাই যান। সফরকালে তিনি ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুলতান এবং রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতেও যোগ দেন প্রধানমন্ত্রী।
সফরে দু’দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ সংক্রান্ত ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়।
সাতটি চুক্তির মধ্যে- ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।