বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার প্রথম রোজা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৯, ৭:২৫ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার প্রথম রোজা।
এজন্য সোমবার রাতেই মসজিদে তারাবির নামায আদায় এবং শেষরাতে সেহরি খাবেন মুসলিমরা।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশন অনুসারে, ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট। আর ইফতার হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
এ ছাড়া রমযান মাসে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রমযানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তেলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কোরআন খতম করা সম্ভব।
এর আগে গতকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা যায। ফলে সোমবার এসব দেশে প্রথম রোজা হয়েছে।