ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের পণ্য রপ্তানী বৃদ্ধির আহবান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৯, ১১:৩০ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: ভারেতের উত্তর-পূর্ব রাজ্য আসামের সাথে সিলেটের সর্ম্পক দীর্ঘ দিনের উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই রাজ্যে বাংলাদেশ সহ সিলেটের পণ্য রপ্তানী বৃদ্ধি এবং আমদানী-রপ্তানী বাণিজ্যের সমতা আনয়নে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে এলে এক আলোচনায় এসব কথা বলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, মেঘালয় সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক অতীতের মতো এখনো বজায় রাখতে হবে। তবেই আসাম সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে সিলেট সহ বাংলাদেশের ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে।
এর আগে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সহ প্রতিনিধি দল নগর ভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আসাম রাজ্য সরকারের পক্ষ্য থেকে মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে উপহার সামগ্রী তুলে দেন।
বৈঠকে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জানান, সীমান্তবর্তী বৃহত্তর সিলেটের মানুষের সাথে আসামের মানুষের অতীতের সু-সর্ম্পক বজায় রেখে তা আরো সু-দৃঢ় করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত।