রিফাতের খুনিদের দেশত্যাগ ঠেকাতে ‘রেড অ্যালার্ট’
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৭:৪০ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট ঢাকা: বরগুনায় রিফাত শরীফের খুনিরা যেন দেশ ছাড়তে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক পুলিশ। দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে নির্দেশনা পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
শুক্রবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মীর সোহেল রানা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাহিনীটি।
গত বুধবার বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তাকে বাঁচাতে স্ত্রী আয়েশা সিদ্দিক মিন্নির আপ্রাণ চেষ্টা ছুঁয়ে গেছে দেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে নির্দেশ দিয়েছেন খুনিদের গ্রেপ্তারে।
৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন তিন জন। তবে প্রধান সন্দেহভাজন নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ এজাহারভুক্ত নয় জন আসামি এখনো পলাতক। মামলায় অজ্ঞাত চার-পাঁচ জন কারা, সেটাও তদন্তে বের হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, এই খুনের ঘটনায় তারা ১৩ জনকে শনাক্ত করেছেন।
পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরকে নির্দেশনা দেয়া হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র্যাব এবং ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।