ইংল্যান্ডে করোনায় মৃত্যু সরকারি হিসাবের চেয়েও বেশি
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২০, ৮:০৮ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারিতে ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে যুক্তরাজ্য। এতে সবচেয়ে বেশি আক্রান্ত ইংল্যান্ড ও ওয়েলস। সরকার এ দু’টি অঞ্চলে গত ১০ এপ্রিল পর্যন্ত করোনায় যে পরিমাণ মৃত্যুর তথ্য জানিয়েছিল, প্রকৃতপক্ষে মারা গেছে তার চেয়ে ৪১ শতাংশ বেশি।
মঙ্গলবার যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, তারা গত ১০ এপ্রিল পর্যন্ত ১৩ হাজার ১২১টি মৃত্যু রেকর্ড করেছে। একই সময় সরকারি হিসাব অনুসারে, হাসপাতালে মারা গেছেন ৯ হাজার ২৮৮ জন। এর পরের সপ্তাহে ১৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে মারা যাওয়া ব্যক্তিদের এক তৃতীয়াংশের মৃত্যুসনদেই শ্বাসকষ্টের কথা উল্লেখ রয়েছে। শ্বাসকষ্ট করোনা আক্রান্ত হওয়ার অন্যতম উপসর্গ। এদিকে, লন্ডনে গত এক সপ্তাহে মারা যাওয়া অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যুসনদে করোনাভাইরাসের কথা বলা হয়েছে।
যুক্তরাজ্য সরকার প্রকাশিত তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ হাজার ৫০৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় পাঁচশ জন।