যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ৬:২২ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক::
মহামারি করোনাভাইরাসের মধ্যে অভিবাসনের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস নতুন করে কোনো ব্যক্তিকে অভিবাসন দেবে না যুক্তরাষ্ট্র। মূলত যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেছেন, করোনাভাইরাসের কারণে যেসব মার্কিনি চাকরি হারিয়েছেন তাদের চাকরি পেতে এই পদক্ষেপ বেশ সাহায্য করবে। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বুধবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এর আগে সোমবার রাতে ট্রাম্প টুইট বার্তায় ঘোষণা দেন, আমেরিকার নাগরিকদের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘অদৃশ্য শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেই আমি যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অভিবাসন স্থগিতের জন্য একটি আদেশে স্বাক্ষর করব।’
মঙ্গলবার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসের কারণে যেসব আমেরিকান চাকরি খুঁইয়েছেন দেশ পুনরায় চালু হওয়ার পর মার্কিন নাগরিকদের সবার আগে চাকরির নিশ্চয়তা দেবে। এ নিষেধাজ্ঞা আগামী ৬০ দিনের জন্য কার্যকর হবে। তবে পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো কিংবা কমানো হতে পারে।’
রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট বলেন, ‘এই নিষেধাজ্ঞার আওতায় তারাই থাকবেন যারা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করবেন। অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করেন। তবে যারা স্বল্পমেয়াদের জন্য আবেদন করেন তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’
২০১৯ সালে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) বৈধভাবে প্রায় ৫ লাখ ৭৭ হাজার জনকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) প্রদান করে। ২০১৯ অর্থবছরে মার্কিন সরকার ৪ লাখ ৬২ হাজার জনকে ভিসা প্রদান করে; যা ২০১৬ সালে বারাক ওবামা প্রশাসনের ৬ লাখ ১৭ হাজারের তুলনায় কম।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবারের টুইটে ট্রাম্প অভিবাসন বন্ধের কথা বললেও দেশটির ব্যবসায়ী নেতাদের কয়েকজনের সমালোচনার পর তিনি খামার শ্রমিক এবং প্রযুক্তি কর্মীদের মতো বিশেষ খাতের অভিবাসী কর্মীদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ প্রায় সোয়া ৮ লাখ রোগী শনাক্ত করা হয়েছে; মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের।