আরও খারাপ দিন আসতে চলেছে, সতর্ক করল হু
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ৬:৩২ অপরাহ্ণআগামী দিনে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। বিশ্ব জুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা যখন ২৫ লক্ষ পার হয়ে গিয়েছে, মৃত্যুসংখ্যা যখন প্রায় ১ লক্ষ ৭২ হাজারের দিকে, ঠিক সেই সময় এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।
দীর্ঘ লকডাউনের পর ভারত-সব বেশ কিছু দেশ সম্প্রতি নিয়ম-কানুন খানিকটা শিথিল করেছে। সেই পরিস্থিতিতেই জেনেভায় সাংবাদিক বৈঠক করেন অ্যাডানম। মঙ্গলবার সেখানে ১৯১৮-র স্প্যানিশ ফ্লু-র প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘১৯১৮-য় স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়ে ১০ কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ১০০ বছর পর ফের সেই পরিস্থিতি দেখা দিয়েছে।’’
তবে ১০০ বছর আগের চেয়ে এখন প্রযুক্তি অনেক এগিয়ে, তাই সকলে একজোট হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। তবে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেও সতর্ক করেন গেব্রিয়েসাস। তিনি বলেন, ‘‘বর্তমানে আমাদের হাতে উন্নত প্রযুক্তি রয়েছে। একজোট হয়ে বিপর্যয় রুখতে সক্ষম আমরা। কিন্তু মনে রাখবেন, আরও খারাপ সময় আসতে চলেছে। এটা এমন একটা ভাইরাস, যার সম্পর্কে এখনও ভাল মতো ওয়াকিবহাল নই আমরা।’