এক দশক পর নতুন পৃথিবী
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ৩:৫৪ অপরাহ্ণচৌধুরী জহিরুল ইসলাম::
আমেরিকার একজন ভবিষ্যৎ বক্তা জর্জ গিল্ডার বলেছেন-২০২০ সাল মানে “বিশ্বটাকে পুনরায় চালু করার দশক ((Global Reboot)। কম্পিউটার কিংবা মোবাইল ফোন যারা অফ অন করেন, তারা জানেন রিবুটের মানে কি? রিবুটের মানে কম্পিউটার অপারেটিং সিস্টেমস পুনরায় শূন্য থেকে শুরু করা।
এই জর্জ গিল্ডারকে টেকনোলজি প্রফেটও বলা হয়। ১৯৮৬ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের হাতের তালুতে ছোট্ট একটি মাইক্রো চিপস তুলে দিয়ে বলেছিলেন, এই ছোট্ট প্লাস্টিকের টুকরো একদিন পৃথিবীটাকে বদলে দেবে। বলেছিলেন, আগামী দুই দশকের মধ্যে বিনোদনের দায়িত্ব নিয়ে নেবে ইউটিউব এবং নেটফ্লিক্স।
১৯৯৪ সালে বলেছিলেন, এমন দিন বেশি দূরে নয় মানুষের পকেটে থাকবে কম্পিউটার। এবং সেই কম্পিউটারের সংযোগ থাকবে মানুষের দৈনন্দিন জীবনের সব কার্যাবলীর সঙ্গে। ঘুম থেকে উঠে পত্রিকা পড়া থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং, সবকিছু। এরই ১৪ বছর পর স্টিভ জবস আই ফোনের প্রথম সংস্করণ বাজারে ছাড়েন।
দ্যা ইকোনমিস্টের মতেÑজর্জ গিল্ডার হলেন-America’s foremost technology prophet|
গুগলের প্রতিষ্ঠাতা এরিক স্মিডের মতে ÒI listen very closely to what George says…”! বিল গেইটস বলেন- “ÒGilder is very stimulating even when I disagree with him, and most of the time I agree with him…
তার Wealth and Poverty, a ÒHymn to Getting Rich..” বইটি প্রকাশের পর সেটির রয়ালিটি বাবত আয় হয়েছিল ৪ কোটি ডলার। প্রেসিডেন্ট রিগ্যান তার ক্যাবিনেটের সকলকে সেই বই উপহার দিয়েছিলেন। তার নতুন বই বেডিয়েছে, Life After Google.
অ্যাপেল, ফেইসবুক, এমাজন, মাইক্রসফট এবং গুগলকে বর্তমান পৃথিবীর চালিকাশক্তি হিসেবে উলেখ করেছেন তিনি। কিন্তু নিকট ভবিষ্যতে এগুলোর স্থান দখল করবে নতুন নতুন কোম্পানি।
নিজেই বলেন, আমার বয়স ৭৮। অবসর জীবন যাপন করলেও সঙ্কটে বসে থাকতে পারি না। একটি উলেখযোগ্য ঘটনা এটি যে “বিশ্বব্যাপী রিবুট” সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। যা সংঘটিত হবে হাতের খুব কাছাকাছি সময়ে। এবং এই রিবুট আপনার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে।
তার মতেÑবিশ্বের এই পুনঃশক্তি সঞ্চালন ওয়াল স্ট্রিটের বর্তমান ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। এমন সব কোম্পানি সামনে চলে আসবে, যাদের নাম হয়ত জীবনেও আপনি শুনেননি। আর মাত্র দশটি বছর পর নতুন বিশ্ব!
লেখক : নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক।