ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৭:৩২ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯টি পদের বিপরীত একক প্রার্থী হিসেবে সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি, ছাতক সিমেন্ট কারখানার সহকারী প্রধান হিসাব রক্ষক আতিকুল হক। কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির সভাপতি পদে প্রকৌশলী দ্বীজেন্দ্রনাথ বালা, সহ সভাপতি পদে আনোয়ার হোসেন, সম্পাদক পদে আজিজুর রহমান, সহ সম্পাদক পদে সৈয়দ গোলাম মোস্তফা, সদস্য পদে রফিক আলী, আবুল কালাম, হাবিবুল বাসার, কবির মিয়া ও তাজিমুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২১ জানুয়ারী ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।