বালাগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৭:০৬ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি :::
জাতীয় দৈনিক সকালের সময় ৫ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে দৈনিক সকালের সময়ের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি জাগির হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, উপজেলা আ’লীগের সহ আজিজুর রহমান লকুছ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, দপ্তর সম্পাদক সদস্য আব্দুস শহিদ দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শুভ প্রতিদিন’র বালাগঞ্জ প্রতিনিধি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি এসএম হেলাল, দৈনিক জালালাবাদের প্রতিনিধি আবুল কাসেম অফিক, সিএ সিরাজুল ইসলাম, উত্তরপূর্বেও প্রতিনিধি তারেক আহমদ, ব্যবসায়ী প্রতীপ দেব, জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল, শামীম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়।