লন্ডনে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি আহত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৭:২৪ অপরাহ্ণবড়লেখা প্রতিনিধিঃ লন্ডনে মুখোসধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউকে-বাংলা প্রেসক্লাবের ট্রেজারার,দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের সময় ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি বড়লেখার সাংবাদিক সাইদুল ইসলাম। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে স্থানীয় সময় বিকেলে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় মুখোশধারী একদল সন্ত্রাসী। এতে সাইদুল ইসলাম গুরুতর আহত হন।
জানা যায়, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাইদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একদল মাদকাসক্ত কিশোর মোবাইলের ভাউচার কিনে নিয়ে অন্য মোবাইলে টপআপ করে ২০ মিনিট পরে এসে বলে এটা কাজ করছে না। এর জের ধরে তারা সাইদুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা আরো তিনজন মুখোশ পরা কিশোরকে সঙ্গে করে নিয়ে এসে সাইদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা সাইদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সাইদুল ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, কোন কারণ ছাড়াই বখাটে কিছু কিশোর আমার উপর হামলা করে। তাদের ছোড়া কাঁচের বোতলের আঘাতে আমার মুখে জখম হয়।হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাসায় বিশ্রামে আছি। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
এদিকে সাংবাদিক সাইদুল ইসলামের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে টাওয়ার হ্যামলেটসের পুলিশ কাজ করছে বলে জানান ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী।
তিনি বলেন, সাংবাদিক সাইদুল ইসলামের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। টাওয়ার হ্যামলেটসের আইন শৃংখলা পরিস্থিতির আশংকাজনক অবনতির একটি চিত্র এ ঘটনা। হামলাকারীদের গ্রেফতারে টাওয়ার হ্যামলেটসের পুলিশ কাজ করছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।