জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধ কাজের কারিগরী কর্মশালা

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭-এর আওতায় জামালগঞ্জ উপজেলাধীন হাওর সমূহের বাঁধের মেরামত প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের জন্য পিআইসি সভাপতি ও সদস্য সচিবের সমন্বয়ে দিনব্যাপী কারিগরী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। সদস্য সচিব মো. রেজাউল কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, পিআইসি সভাপতি সায়েম পাঠান, জগদীশ চন্দ্র সরকার, মো. আসাদ মিয়া প্রমুখ।
কর্মশালায় পিআইসিদেরকে ১৫০ ফুট দূর থেকে মাটি আনার নির্দেশনা দিয়ে ৫ দিনের মধ্যে সব ক্লোজারে মাটি ফেলার কাজ শেষ করার আহবান জানানো হয়। এছাড়া প্রতিটি বাঁধ রক্ষা কাজে গঠিত পিআইসি সীমানায় নির্দেশিকা বোর্ড টানানোর জন্য বলা হয়। ক্লোজারগুলোতে ভালো মানের বাঁশ (বরাক) দিয়ে কমপক্ষে ১০ ফিট পুঁতে পাইলিং করতে হবে। প্রতিটি কমিটির লোকজনকে সার্বক্ষণিক বাঁধে থাকতে হবে। দুর্বা ঘাস সরিয়ে মাটি ফেলাসহ প্রতিটি বাঁধে দুর্বা ঘাস লাগানোর পাশাপাশি দুরমুশের ব্যবস্থা করতে হবে।