জগন্নাথপুরে প্রবাসীর উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫৬ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর নয়াবাড়ির যুক্তরাজ্য প্রবাসী হাজি আনোয়ার মিয়ার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ এবং অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী হাজি আনোয়ার মিয়ার চিলাউড়া আশিঘর নয়াবাড়িতে তরুন সমাজকর্মী সাইফুল ইসলামের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক শাহিদুল ইসলাম বকুল, চিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহকারী অধ্যাপক কাজী মাওলানা মুফতি আব্দুল হাই, স্থানীয় বাসিন্দা ছুরত আলী, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মমিন, সেবুল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।
পরে প্রতি মাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২শতাধিক দরিদ্র নারী পুরুষদের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী ও দেড় শতাধিক শিশুদের মধ্যে শিশু খাদ্যের প্যাকেট বিতরণ এবং চিলাউড়া দারুস সুন্নাহ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ প্রদান করা হয়।
প্রসঙ্গত:- চিলাউড়া আশিঘর নয়া বাড়ির বাসিন্দা মরহুম হারিছ উল্ল্যা গান্ধীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী হাজি আনোয়ার মিয়ার অর্থায়নে বিগত চার বছর ধরে প্রতি মাসে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। দরিদ্রদের কল্যাণে প্রতি মাসে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন মানবিক সহায়তার অনন্য ভূমিকা সৃষ্টিকারী যুক্তরাজ্য প্রবাসী হাজি আনোয়ার মিয়া।