হাওরের বাঁধ মেরামত নিয়ে কোনো অনিয়ম সহ্য করা যাবেনা : অ্যাডভোকেট শামসুল ইসলাম
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:১৭ অপরাহ্ণদিরাই প্রতিনিধিঃ
দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশন ও এস এম মেমোরিয়াল স্ট্রাটের অর্থায়নে এবং হাওয়া উন্নয়ন পরিষদের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান
বলেছেন টাকা পয়সা আজীবন থাকেনা,বেঁচে থাকে মানুষের মহৎ কাজ, এ পৃথিবীতে যারা সমাজের সাধারন মানুষের সেবা করেছেন, সমাজের উন্বুনয়নে কাজ করেছেন তারাই পৃথিবীতে অমর হয়েছেন। তিনি বলেন মানুষ আমাদের ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য, গরীর অসহায় দের হক আত্মসাৎ করার জন্য নয়। যারা গরীবের অধিকার হরন করে, তাদের বিচার দুনিয়াতেই হয়, আর পরকালে তাদের জন্য কঠিন শাস্তি। তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ দিরাইয়ের প্রতিথযশা রাজনীতিবিদদের স্মরণ করে বলেন, সে গুনিজনদের পথ ধরে এগিয়ে যাবেন। বুধবার বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল বায়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন হাওরের বাঁধ মেরামত নিয়ে কোনো অনিয়ম সহ্য করা যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, অনেক দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী আইনের আওতায় এনেছেন, কোনো দুর্নীতিবাজ রেহাই পাবে না। শহীদ পরিবারের সন্তান শামসুল ইসলাম আরও বলেন যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের সর্বস্তরের মানুষ যুদ্ধ করছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । পিআইসি গঠনে অনিয়ম এবং কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করে হাওরপাড়ের সন্তান শামসুল বলেন যেখানে যারযার জমি আছে সেখানের প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন এবং যথা সময়ে কাজের বাঁধ শেষ করতে হবে, অন্যতায় হাওরবাসী কে নিয়ে আন্দোলনের ডাক দেবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন যুগ্নমহাসচিব মনোরঞ্জন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, হাওর উন্নয়ন পরিষদের সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মণ, মানবাধিকার ফাউন্ডেশন সিলেটের সভাপতি বশির আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আলী আসগর আঙ্গুর, সামিদুল ইসলাম, মোস্তফা মিয়া প্রমুখ।