জগন্নাথপুরে দুর্বৃত্তের হাতে বৃদ্ধ খুন, স্ত্রী নিখোঁজ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:১৫ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তের হাতে আলেক মিয়া (৬৫) খুন হয়েছেন। ঘটনার পর থেকে নিহত আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগম (৩৮) নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে বাড়ির লোকজন বসত ঘরের দরজা খোলা দেখে এগিয়ে যান। এসময় ঘরের মেঝেতে আলেক মিয়ার মৃত দেহ দেখতে পেয়ে থানায় জানানো হয়। বাড়ির লোকজন জানান, দুর্বৃত্তরা নৃশংসভাবে আলেক মিয়াকে খুন করেছে। তবে ঘটনার বিষয়ে কেউ মূখ খুলছেননা। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে থানার ওসি তদন্ত মোছলেহ উদ্দিন সহ পুলিশদল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহত আলেক মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয় লোকজন জানান, নিহত আলেক মিয়া প্রথম স্ত্রী রেখে ৩/৪মাস পূর্বে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না টেকইয়া গ্রামের মৃত আরমান আলীর মেয়ে রেনু বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রথম স্ত্রী ও সন্তানদের একই বাড়িতে রেখে নিহত আলেক মিয়া বসতবাড়ির অন্য একটি টিনসেট ঘরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ থাকায় হত্যাকান্ডের ঘটনায় রহস্যের সৃষ্ঠি হয়েছে। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্মম এই হত্যাকান্ডের ঘটনার রহস্য উম্মোচন সহ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন। বিকেলে সহকারী পুলিশ সুপার ছাতক জগন্নাথপুর সার্কেল বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।