জগন্নাথপুরে বৃদ্ধা আলেক মিয়া হত্যা : স্ত্রী রেনু বেগম গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫১ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর মুগুরের আঘাতে নিহত আলেক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকান্ডের ১০ঘন্টা পর পুলিশের সাড়াঁশি অভিযানে প্রধান খুনী নিহত আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার রেনু বেগমকে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ধারা জবানবন্ধীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম। প্রসঙ্গত:-শনিবার ভোর রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে পারিএবারিক কলহের জের ধরে স্ত্রী রেনু বেগমের মুগুরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আলেক মিয়া (৬৫)। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।