গোয়াইনঘাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৯ অপরাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ ফেব্রুয়ারী) সকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এতে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার ভুমি একে,এম, নুর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ কান্ত নাথ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুব আহমদ,আব্দুস সালাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র দাস , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,এছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ।