কানাইঘাটে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৮:২৪ অপরাহ্ণআমিনুল ইসলাম কানাইঘাট :::
আমার ভাই তোমার ভাই….., ভোট ভোট ভোট চাই… শেষ সময়ের ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কানাইঘাট পৌর শহর। বিকাল ২টা হতে রাত ৮টা পর্যন্ত পৌরসভার আনাচে কানাচে চলছে প্রচারণার মাইকিং। বাজনা ছাড়া নানা ধরনের গানের সুরে তারা গেয়ে যাচ্ছেন নির্বাচনী গান ও গজল। ৬জন মেয়র, ৯জন সংরক্ষিত কাউন্সিলর ও ৩৯জন সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে ১৯হাজার ৪শত ২৭জন ভোটার অধুশ্যিত ছোট এই পৌর শহরের ৯টি ওয়ার্ড। এর মধ্যে আওয়ামীলীগের মনোণীত মেয়র প্রার্থী লুৎফুর রহমান, বিএনপি’র মনোণীত প্রার্থী শরীফুল হক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও ব্যবসায়ী সুহেল আমিন প্রচারণায় এগিয়ে রয়েছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত তাদের একাধিক দল পৌরশহরের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ, লিফলেট বিতরণ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে নৌকার পক্ষে প্রতিদিনই জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা প্রচারণার জন্য কানাইঘাটে আসছেন এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। এদিকে বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বা কেন্দ্র থেকে প্রচারণায় এখন পর্যন্ত কোন নেতা না আসলেও তাদের স্থানীয় নেতাকর্মী নিয়ে গঠিত একাধিক দল মাঠে কোমর বেঁেধ প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এম শোয়েব আহমদের নেতৃত্বে একটি দল কানাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে গণ সংযোগ করতে দেখা যায়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে আজ বৃহস্পতিবার জেলা বিএনপির নেতারা ধানের শীষের প্রচারণায় আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিন ও ব্যবসায়ী সুহেল আমিন শেষ সময়ের প্রচারণায় যেন আখের গুছিয়ে নিচ্ছেন। আঞ্চলিকতার টানে এখনো ভোটের লড়াইয়ে তারা সুবিদা জনক অবস্থানে থাকলেও ছাড় দিতে নারাজ দলীয় প্রার্থীরা। তারা স্বতন্ত্র প্রার্থীদের এলাকা থেকে ভোট টানতে নানা কৌশলী প্রচারণার চেষ্টা করছেন। দেশের পৌরসভা নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফ্রেবুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কানাইঘাট পৌরসভায়। এতে ১৯ হাজার ৪শত ২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।