সুনামগঞ্জে ইদুর ধরার ফাঁদ তৈরি করলেন কৃষক আউয়াল
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১ অপরাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধি :::::
সুনামগঞ্জে ফসলি জমি ইদুর হতে রক্ষার করার জন্য কৃষক আব্দুর আউয়াল তৈরি করেছেন বিকল্প এক ফাঁদ। আর এই ফাঁদ তৈরি করে ব্যাপক ভাবে সফল হয়েছেন তিনি। বুধবার দুপুরে জেলার বিশ^ম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, দীর্ঘদিন যাবত আমার জমির বিভিন্ন ফসল ইদুর ক্ষতিগ্রস্থ করে আসছিল। এ নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গিয়ে ছিলাম।
অবশেষে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও দেখে নতুন এই ফাঁদ তৈরির বিষয়টি জানতে পারি। পরে আমি বাঁশ, রশ্মি ও তার দিয়ে প্রথমে ৫টি ফাঁদ তৈরি করি। কিন্তু জমিতে কখনোই কীটনাশক ব্যবহার করিনি। ফাঁদগুলোর ভিতরে শুকনো মাছ ও সিদল দিয়ে রাতের বেলায় আমার আলু ক্ষেতে ও বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গাতে রেখে দেই। সকালে গিয়ে দেখি প্রতিটি ফাঁদের মাঝে ইদুর আটকে আছে। এভাবে গত এক সপ্তাহে ৫০টি ইদুর আমার তৈরি ফাঁদে ধরা পড়েছে। একটি ফাঁদ তৈরি করতে মাত্র ২০টাকা খরছ হয়েছে। আর সময় লেগেছে মাত্র ২০মিনিট। আমার বাড়ির পাশে থাকা নিজ বাগান থেকে ১টি বাঁশ কেটে প্রথম এই ফাঁদ তৈরি করি এবং আমি শতভাগ সফল হয়েছি। এব্যাপারে বিশ^ম্ভরপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, কৃষক আব্দুল আউয়াল একজন জ্ঞানী মানুষ। তাই নিজের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছেন। তার তৈরি বিকল্প ধরনের ইদুর মারা ফাঁদ ব্যাপক ভাবে সফল হয়েছে। আশা করছি তিনি আরো ভালো কিছু করবেন।