নগরীতে ৪র্থ দিনে ভ্যাকসিন নিলেন প্রায় তিন হাজার নারী-পুরুষ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :::
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে গত রোববার সকাল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার এই কার্যক্রমের চতুর্থ দিন। সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ। চতুর্থ দিন গতকাল বুধবার এ দুটি কেন্দ্রে মোট ২ হাজার ৯ শ ৩২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬ শ ৫১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৬৬৩ ও নারী ৯৮৮ জন। অপরদিকে, বুধবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ২৮১ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১৯৫ ও নারী ৮৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।