বড়শলা নতুন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৫ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের নতুন বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে মোট ২৩ জন প্রার্থী অংশ নেন। ১৬৬ জন ভোটার দিনব্যাপী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। ঘোষিত ফলাফলে হাবিবুর রহমান পংকি ৭১ ভোট পেয়ে সভাপতি, মোহাম্মদ আব্দুল মজিদ মুন্না ৭৮ ভোট পেয়ে সহ-সভাপতি, নুরুল ইসলাম ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. আব্দুল গণি ৮৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, মো. নাছির উদ্দিন ১০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মো. শাহবাজ খান উত্তম ৭৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক, সুভাষ ভৌমিক লিটন ১০১ ভোট পেয়ে প্রচার সম্পাদক, শাহবাজ আহমদ ১২৯ ভোট, মো. জামাল মিয়া ১১৫ ভোট, এবং মো. উসমান মিয়া ও মো. হাসান মিয়া ৯৬ ভোট পেয়ে কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন। উৎসবমূখর পরিবেশে প্রথমবারের মতো আয়োজিত নির্বাচনে নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন খাদিমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাকিব মিয়া, জুনেদ আহমদ, শফিকুর রহমান দুদু, শফি আহমদ।