গোয়াইনঘাটে হাইকোর্টের নির্দেশ মানছে না প্রশাসন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার :: গোয়াইঘাট উপজেলা ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নে বড়নগর গ্রামে চা-শ্রমিক গঙ্গেষ সিংহ সম্পত্তি রক্ষায় হাইকোর্টে রিট পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এক বছরের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কিন্ত প্রশাসন তাকে জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গঙ্গেষ সিংহ হাইকোর্টের রায় বাস্তবায়ন ও তার পরিবারের নিরাপত্তার সিলেট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। গঙ্গেষ সিংহ তার আবেদনে অভিযোগ করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আজ সোমবারের মধ্যে উক্ত জমি থেকে তাকে সরে যেতে মৌখিক নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা একে.এম. নুর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি জোর করে উচ্ছেদ করতে বলিনি। হাইকোর্টের আদেশ অবশ্যই বাস্তবায়ন করব।