সবাইকে নিয়ে ভাটিঅঞ্চলের উন্নয়ন করতে চাই : পরিকল্পনা মন্ত্রী
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ৭:০৪ অপরাহ্ণদিরাই ( প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ভাটি অঞ্চলের উন্নয়নের খুবই আন্তরিক । যার বাস্তব প্রমাণ পেয়েছেন , মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমরা সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে চলছে , শিক্ষা, যোগাযোগ,সেনিটশন সহ ভাটি অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলছে ।সিলেট -ঢাকা সড়ক ৬ল্যানে উন্নিত করণ প্রকল্প একনেকে পাস হয়েছে , মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা সিলেটে ব্যাপক উন্নয়ন হচ্ছে, আমি শুধু মাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছি । মন্ত্রী বলেন সবাই কে সাথে নিয়ে ভাটি অঞ্চলের সার্বিক উন্নয়ন করতে চাই, উন্নয়ন নিয়ে কেনো ষড়যন্ত্র সহ্য করা হবেনা, তিনি প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে বলেন তিনি ছিলেন আমাদের ভাটি অঞ্চলের গৌরব, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী এবং এমপি ছিলেন তাঁর স্মৃতি ধরে রাখতে আমরা সবাই কাজ করবো, তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন হাওরের কৃষকদের একমাত্র ফসল নিরাপদে ঘরে তুলতে হাওর রক্ষা বাঁধ মেরামতের জন্য সরকার প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী দুঃখ করে বলেন আমি যখন প্রধানমন্তীর নির্দেশে সুনামগঞ্জের উন্নয়ন করছি ঠিক সে সময়ে একটি সুবিধা বাদী মহল আমাকে বিষোদাগার করছেন । আমি মনে করি রাজনীতি মানে জনগণের সেবা করা, রাজনীতি মানে উন্নয়ন ।আমি ভাটির সন্তান, তাদের দুঃখ কষ্টের কথা আমি অনুভূব করি। তাই সবার সহযোগিতায় আমি ভাটি অঞ্চলের উন্নয়ন কাজ করে করে যাব । আমাদের টাকার কোনো অভাবনেই, অভাব শুধু সহযোগিতার। আপনাদের সহসহযোগীতায় শনিবার বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের জগদল বাজারে প্রতিষ্ঠিত ২০ শয্যার হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন শেষে জগদল ইউনিয়ন বাসীর ব্যানারে আয়োজিত জগদল হাইস্কুল মাঠে বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন । জগদল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ও দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইমরুল হাসান সজল’র যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সুনামগঞ্জের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ মোশাররফ মিয়া, সুনামকণ্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক। বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে মন্ত্রী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিং এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা প্রকৌশলী ইফতেখার হেসেন, শিক্ষাকর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।