জাফলংয়ে পর্যটন ফটোগ্রাফারদের মাঝে ট্যুরিস্ট পুলিশের টি-শার্ট বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২১, ৮:০৫ অপরাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকণ্যা জাফলং এ আগত পর্যটকদের সেবায় নিয়োজিত সংগঠন জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সদস্যদের মাঝে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাফলং বল্লাঘাট পিকনিক স্পটে ফটোগ্রাফারদের মাঝে এ টি শার্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ। স্বাস্থ্য বিধি মেনে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ৩ শত পর্যটন ফটোগ্রাফারদের মাঝে এ টি-শার্ট বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শ্রী শেরগুল গোষাই, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এসআই মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, আজিজুল ইসলাম, কবির হোসেন, এএসআই আবু সালেহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহরম আলী, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ নিলয় পারভেজ সোহেল, সাধারণ সম্পাদক রাজু মিয়া প্রমুখ।