ফতেহপুরে মিছিলে হামলা : ছাত্রলীগ কর্মী আহত : আটক ২
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ২:৪৪ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার : গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নে রোববার (১৯ এপ্রিল) তারাবির নামাজের পর তৌহিদী জনতা মিছিল বের করে। এসময় ছাত্রলীগকর্মী সাফওয়ানের নেতৃত্বে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়। এসময় স্থানীয় জনতা ছাত্রলীগ কর্মী সাফওয়ানের ওপর পাল্টা হামলা করেন। এতে তিনি আহত হন বলে জানা যায়। এদিকে এ ঘটনায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিন ও ফতেহপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, সংঘর্ষের ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। উল্লখ্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ রাজধানীর মোহাম্মদপুরের রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।