ওসমানীগরে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:৩৪ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি:
ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রাণঘাতী কারোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে লগডাউনে গৃহবন্দি কর্মহীন অসহায় ও দুঃস্থ শ্রমজীবীসহ পথচারী মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার উপজেলা তাজপুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগ ও তাজপুর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে এলাকার বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে ইফতার (রান্না করা খিচুরি, খেজুর ও পানি) বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া,লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান,সদস্য জোবায়ের আহমদ শাহীন, আওয়ামীলীগ নেতা এখলাছুর রহমান,সিলেট মহানগর সেচ্চা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ বদরুল। বিতরনী কার্যক্রমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ রোধে অসহায়-দুঃস্থ,ছিন্নমূল মানুষজন যাহাতে খাবার সংকটে না পড়েন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায় নানা উদ্যোগ গ্রহন করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশের যেকোনো সংকটময় সময়ে সবার আগে এগিয়ে আসার ধারাবাহিকতায় করোনা সংকটের শুরু থেকে অসহায় মানুষের সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। দেশ ও জাতির কল্যাণে ছাত্রলীগের মানবিক কার্যক্রম নতুন প্রজন্মসহ সর্বত্র কুঁড়িয়েছে প্রসংশা। প্রবিত্র মাহে রমজানকে ঘিরে দেশ ব্যাপী ছাত্রলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানসহ ক্ষুধামুক্ত দেশ গড়তে ছাত্রলীগের এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।বিতরনী কার্যক্রমে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগ নেতা নেপুর আলী,কাওছার আহমদ,সুহেল আহমদ, নূর উদ্দিন, রয়েল আহমদ, মহসুদ আহমদ। সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম,কৃষকলীগ নেতা সালাউদ্দিন ছালাই, মামুন আহমদ লুকু, নজমুল আহমদ, হোসাইন চৌধুরী, উসমানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তফাদার।উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আমিন, সেলিম আহমদ, মুহিবুর রহমান,ফয়সল আহমদ,উজ্জল আহমদ, জুনেদ আহমদ, ফারহান আহমদ, সিহাব আহমদ, নাইম সরদার, হাবিব আহমদ, মিরাজ, নিশাদ, সাবলু, রাসেল, মতিন, সালমান, রাজু, খালেদ, রুহেল আহমদ, ছাব্বির, রাহুল, এমরান, সাকিম আহমদ, আকরাম আহমদ, সাজু আহমদ, রনি আহমদ, হাসান, সাগর, সৌরভ,তারেকসহ উপজেলার ৮টি ইউনিয়ন ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।