ওসমানীনগরে সড়ক দূর্ঘটনা : প্রাণ গেল ট্রাক হেলপারের
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৯:২১ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চালচল বন্ধ ছিলো।
একাধিক সূত্রে জানা যায়, সিলেটের ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৩৬৭) মহাসড়কের ব্রাহ্মণগ্রামে (দত্ত গ্রাম) দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৪-৮৫৪৫) পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মান্নান হাওলাদার (২৬)নামের হেলপার নিহত হন। তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাঁট উপজেলার বালিরহাটের বাসিন্দা। আহত ট্রাক চালক সুলেমান মিয়া (৩০) একই উপজেলার নাগেরপাড়া-রানিঘর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে মারাত্মক আহত ট্রাক চালককে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নবিন হোসেন বলেন, ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত হেলপারের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।