সে কে ? – আয়শা আঞ্জুম রুপা

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৮:২৪ অপরাহ্ণআমার চোখের তারায় আমি-
কারো আনাগোনা
অনুভব করছি।
সে আসছে, ধীরে ধীরে হাসছে,
আবার হাওয়ায় অদৃশ্য হচ্ছে-
কে সে, সে কে ?
আমার হৃদয়ে তোলপাড় হচ্ছে, সেখানে কারো বসবাস-
অনুভব করছি।
সে ডাকছে, কাছে যেতে বলছে,
আবার উল্কার গতিতে-
উধাও হচ্ছে।
কে তুমি, তুমি কে ?
আমার শিরা-উপশিরায় আমি
কারো চলাচল –
বুঝতে পারছি।
সে কথা বলে, নানান কৌশলে-
আবার লুকিয়ে যায় আমার থেকে
কে ওখানে, ওখানে কে..?
কলকলিয়ে রিনরিনে গলায় কেউ বলে
ওগো আমি তোমার, তোমার আমি
আমায় খুঁজে নাও, কাছে ডেকে নাও।।
হঠাৎ আধোঘুমে চারদিকে তাকিয়ে দেখি-
কোথাও কেউ নেই, বোধহয় স্বপ্ন ছিল সব।