জগন্নাথপুর বাজারে মেডিকেল হল উদ্বোধন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৮:৩৩ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের চিলাউড়া সড়কের মাদ্রাসা পয়েন্টে দক্ষ ফার্মাসিষ্ট দ্বারা পরিচালিত ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান পূরবী মেডিকেল হল এর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে আনন্দমূখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। ফিতা কেঁটে ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন শেষে সিদ্দিক আহমদ বলেন, গুনগত মানের ঔষধ প্রাপ্তি সহ প্রাথমিক চিকিৎসা সেবায় প্রতিষ্ঠানটি অন্যন্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করে মেডিকেল হল এর প্রতিষ্ঠাতা হাজি আব্দুল জব্বারের প্রতি অভিনন্দন জানান। সদ্য প্রতিষ্ঠিত পূরবী মেডিকেল হল এর স্বত্ত্বাধিকারী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমূখ।