সিলেট ঘুরে গেলেন এক ঝাঁক গানের পাখি
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: সম্প্রতি সিলেট ঘুরে গেলেন ঢাকার মিডিয়া জগতের স্বনামধন্য গীতিকার ও সুরকার এবং সংগীত পরিচালক শিল্পি কলাকৌশলীসহ ৩২ জনের একটি দল। সিলেটে ৫দিন অবস্থানকালে সবুজ সিলেট ভিজুওয়্যাল স্টুুডিওতে প্রায় ২৫টির অধিক গান রেকর্ড করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি সিলেটের জাফলংসহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ৫দিন ব্যাপী মিউজিক ভিডিওর চলচ্চিত্র ধারণ করেন। সংগীত পরিচালক এইচ আর লিটন গীতিকার ও সুরকার এসএইচ সোহেল শাহ, সুরকার এইচ আর ফারদিন খান, রবিন খান, ও সংগীত পরিচালক শিবলু মাহমুদ, ভিডিও পরিচালনায় জিবন চন্দ্র দাসসহ অন্যান্য কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ঠ কণ্ঠ শিল্পি রাজু মন্ডল, বিথিয়া বিথি, সিনথিয়া খান, ইবনাত সালমাসহ অন্যান্যরা। মডেলিংয়ে কাজ করেন । ঢাকার অপুর্ব ও স্বর্ণা, সিলেটের মাসুদ পারভেজ তারেক, ডএইচ লিমন, রুবি, ও ঢাকার জনপ্রিয় বেশ কয়েকজন নারী-পুরুষ মডেল। উল্লেখ্য, বেশীরভাগ গানের গীতিকার ও সুরকার ছিলেন এসএইচ সোহেল শাহ। বিশিষ্ঠ গীতিকার ও সুরকার এসএম শরিফুল হক যিনি মিডিয়ায় এসএইচ সোহেল শাহ নামে পরিচিত। সোহেল শাহ বাংলাদেশের খ্যাতীমান গীতিকার ও সুরকার বাংলাদেশ বেতার টেলিভিশন, চলচ্চিত্র ও অডিও মিডিয়ার অন্যতম ব্যাক্তিত্ব শামসুদ্দিন হিরার সুযোগ্য সন্তান।
সোহেল পেশায় একজন গীতিকার ও সুরকার পাশাপাশি তিনি মিউজিক ভিডিও পরিচালনা ও সম্পাদনা করে থাকেন। তার লেখা গানের প্রকাশিত সংখ্যা ২০০টির অধিক। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হল- মনির খানের গাওয়া মা মানে একটা গল্প, ইমন খান ও রুমি খানের গাওয়া মিযা বাড়ির মেয়ে, মামাত বোন হাসনা, আমি তোর হয়ে যাব, শামজ এর গাওয়া ছন্নছাড়া, পথের কাটা ও আমি আর আমার হতে পারি না। সাউন্ড ইন বিডি মিউজিক চ্যানেলের রাজু মন্ডলের গাওয়া অভাব অনটন কুশিয়ারা মিউজিকে তার লেখা বেশ কযেকটি গান আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাড়া রাজু মন্ডলের গাওয়া ভগ মাঝি, নামাজ, যদি আজকে আমি যাই মরে, নোলক বাবুর গাওয়া যাব আসল বাড়ি, শাহিন খানের গাওয়া একদিন সবার মরতে হবে। শিল্পি বিশ^াসের গাওয়া ন্যকা খোকা এবং ফারদিন খানের গাওয়া ব্যাথার গোলাপ, পাখি তুমি কার আকাশে উড়সহ বেশ কিছু গান দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে