আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল লতিফ গংয়ের
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক: আদালতের কঠোর নির্দেশ উপেক্ষা করে ৩৯ শতাংশ জমির প্রকৃত মালিককে জমি বুঝিয়ে না দিয়ে উল্টো তাকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর শৌলমারীর মৃত মতি বেছলার ছেলে। জানা গেছে, একই গ্রামে পৈত্রিক জন্মভিটা হিসেবে ৩৯ শতাংশ জমিতে বাস করে আসছিলেন মৃত আজিজার রহমান ও মৃত আহম্মদ আলী। তারা বেচে থাকাকালীন ঐ জমিতে অবৈধভাবে ভোগ দখল করে আছেন আব্দুল লতিফ গংসহ তারা ৭ ভাইবোন। এরপর ঐ জমি উদ্ধারে আদালতের দ্বারস্ত হন মৃত আজিজার রহমান ও মৃত আহম্মদ আলীর ১৪ সন্তান। তারা হলেন, মৃত আজিজার রহমানের স্ত্রী রহিমা খাতুন, তার ছেলে মো: আব্দুল খালেক, মো: হাফিজুল, মো. রফিকুল ইসলাম, কন্যা আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম ও মনিফা বেগম এবং মৃত আহম্মদ আলীর স্ত্রী রোকেয়া বেগম, তার ছেলে আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, আব্দুল হামিদ, ইব্রাহিম আলী, আব্দুস সাত্তার ও কণ্যা মনিকা বেগম। ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ি জমির মালিক এই ১৪ জন।
এরপর বিজ্ঞা রংপুর জেলা জজ আদালত তাদের কাগজপত্র দেখে ২৮ ফেব্রুয়ারী ২০১১ইং তাদের পক্ষে রায় দেয়। তাদের (১৪ জনের) পক্ষে রায় দিলে আব্দুল লফিত গং কিছুতেই সেটা মেনে নিতে পারছেনা। এরপর ১৪ জন তাদের জমি দখল নিতে গেলে তারা বাড়ি ছাড়া করার হুমকি ধামকি দিয়ে আসছে। যার ফলে কিছুতেই জমি দখল নিতে পারছে না। এমতাবস্থায় গত ৫ ফেব্রুয়ারী ২০২৪ইং ৩৯ শতক জমি মামুনুর রশিদ ও রিয়াজুল ইসলাম চৌধুরী নামে দুজন সাংবাদিকের কাছে বিক্রি করে। এরপর সাংবাদিক মামুন ও রিয়াজুল ইসলাম চৌধুরী আঃ লতিফের সাথে যোগাযোগ করলে তাদেরকেও লতিফ হুমকি দেয়। এ ব্যাপারে আঃ লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।