প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫ অপরাহ্ণসাম্প্রতি কয়েকটি প্রিন্ট ও অনলাইন পোর্টালে আমাকে ও আমার জামাতা কুলাউড়ার শরিফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানকে নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশিত হয় যা আমার দৃষ্টিচর হয়েছে। প্রকাশিত এসব সংবাদের সাথে আমি ভিন্নমত পোষন করছি।
সংবাদে লেখা হয় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ও তার শশুর আব্দুল বাসিতের বিরুদ্ধে ভূমি দখল ও ভুয়া প্রত্যায়ন পত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জামাই শশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ দাবী করে ভুক্তভোগি কয়েকটি পরিবার বক্তব্য রাখেন। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ বলে আমি মনে করি।
প্রকৃত পক্ষে আমি একজন বীর মুক্তিযোদ্ধা যা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে সর্বশেষ প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত ভোটার তালিকায় কুলাউড়া উপজেলার (৬৫নং ক্রমিকে মুক্তিযোদ্ধা পরিচিত নম্বর-০১৫৮০০০১৭৭৭) আমার অর্ন্তভুক্তি প্রমান রয়েছে। কিন্তু দুষ্কৃতকারীরা আমাকে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে মিডিয়ায় অপ-প্রচার চালাচ্ছে। এছাড়াও আমি নাকি নিজকে মুক্তিযোদ্ধা দাবি করে সাধারন মানুষদের জায়গা ও একটি বাজারের সরকারী ভিটে-জমি জোরপূর্বক আত্মসাৎ করছি বলে যে কয়েকজন দাবি করেছেন তাও সম্পন্ন মিথ্যা কথা। মুল কথা হলো শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে আমার নামে এসএ ৪৬৬ দাগের ০.১৫ একর ভূমিতে আমি প্রজা হিসাবে মালিক থাকায় ১৯৯৮ সালে মৌলভীবাজার আদালতে একটি স্বত্ব মামলা নং- ১০৮ এবং ২০০২ সালে স্বত্ব আপিল মামলায় (নং- ৪১) এসব মামলায় আদালত ২০১০ সালের ২৫ মে আমার পক্ষে রায় দিয়েছে যা এখনো বহাল রয়েছে। এছাড়াও মৌলভীবাজার ল্যান্ডসার্ভে ট্রাইবুনালে রেকর্ড সংশোধন মামলা নং- ৯৭৬/২০২২ চলমান রয়েছে। আমার বিরুদ্ধে প্রকাশিত এসব মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।