এনজিওর প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা চৌদ্দগ্রামের স্বপ্না বেগম
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৭ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক: এনজিওর প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের স্বপ্না বেগম। স্বপ্না বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আস্পালিয়া গ্রামের প্রবাসী মহিন উদ্দিন মজুমদার এর স্ত্রী। তিনি পূর্ব পরিকল্পিতিভাবে স্বপ্নার এক প্রতিবেশী/আত্মীয় স্বপ্নার ইন্ধনে ব্রাক এনজিওতে গ্রাহক হন। এক পর্যায়ে স্বপ্না রোজিনার দুর্বলতার সুযোগ নিয়ে চৌদ্দগ্রামের গুনবতী শাখা থেকে ১৯ মে ২০২৪ইং ঐ গ্রাহককে দিয়ে ৪ লাখ টাকা তুলে সমস্ত টাকা স্বপ্না বেগম নিয়ে নেয়। নাম না প্রকাশ করার শর্তে তথ্য দিয়েছেন অত্র স্বপ্নার আরেক প্রতিবেশী।
অন্যদিকে পূর্ব পরিকল্পিতিভাবে আরেক গ্রাহককে দিয়ে উদ্দিপন এনজিও থেকে নেয় ৭০ হাজার, এক জনের কাছ থেকে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবার কথা বলে কানে দেয়া গহনা ধার নিয়ে স্বপ্না বেগম প্রায় ১৫ দিন যাবত আর বাড়িতে ফেরত আসেনি। এ বিষয়ে তার স্বামীরে নাম্বার ম্যানেজ করে তাকে ফোন দিলে তিনি বিষয়টি জানে না বলে জানিয়ে ২-১ মিনিট কথা বলে নাম্বারটি ব্লক করে দেয়। এভাবে যে ফোন দিয়ে তার স্ত্রীর বিষয়ে অভিযোগ দেয় তার নাম্বারটি ব্লক করে দেয়া হয়। তেমনি তার স্ত্রী স্বপ্না তাকেও ফোন দিয়ে জানতে চাইলে তিনিও ঠিক একই কাজ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে স্বপ্না বেগম সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।