ওসমানীতে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রির সিটের নিচ থেকে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। যার ওজন ২ কেজি ২ ‘শ গ্রাম। আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌঁছালে তারা বিমানে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।