মাহফুজ উল্লাহর মরদেহ ঢাকায়
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ২:৪৭ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট ঢাকা: সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ ঢাকায় আনা হয়েছে। শনিবার রাত পৌনে ১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাহফুজ উল্লাহর মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
মরহুমের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে তার বড় মেয়ে মুসাররাত হুমায়রা অঙ্গনা, ছেলে মুজতবা হাবীবসহ বহু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
বিষয়টি পরিবর্তন ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিমানবন্দর থেকে মরদেহ মোহাম্মদপুরস্থ আল মারকাজুলে গোসল শেষে গ্রীন রোডের বাসায় নেয়া হবে। সেখানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হবে।
তিনি আরও জানান, মরহুমের প্রথম নামাজে জানাযা রোববার বাদ যোহর গ্রীন রোড ডরমিটরি জামে মসজিদে এবং জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাযা শেষে মরহুম মাহফুজ উল্লাহর শেষ ইচ্ছানুযায়ী মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১০টার দিকে তিনি মারা যান। প্রখ্যাত এই সাংবাদিক হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।