রিফাত হত্যার দ্রুত বিচার করবে সরকার: আইনমন্ত্রী
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৯, ১১:৩৪ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট ঢাকা: বরগুনায় প্রকাশ্যে রিফাত নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার দ্রুত ও সুষ্ঠু বিচার করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ঘটনায় প্রয়োজনে সরকারের পক্ষ থেকেই সব ধরনের আইনি সহায়তাও প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।
স্বজনদের অভিযোগ, স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। রিফাতকে নৃশংসভাবে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় বুধবার রাত দেড়টার সময় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।