রিফাত হত্যায় ১৩ জন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৭:৩০ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেপ্তার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও গোয়েন্দারা দক্ষ। হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জন শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।’
শুক্রবার পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেনীর মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের বিচার শুরু হয়েছে।’
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।