স্বাধীনতাবিরোধীর নিকটাত্মীয় হলে কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না-কাদের
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৭:৩৭ অপরাহ্ণনিউজ সর্বশেষ২৪রিপোর্ট ঢাকা: কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে বা স্বাধীনতাবিরোধীর নিকটাত্মীয় হলে কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তবে দূর সম্পর্কের আত্মীয়ের ভূমিকা বিবেচনায় নেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
কাদের বলেন, ‘আমরা সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ করা হবে, আর যারা আগে আছেন তাদের নবায়ন করতে হবে। আমাদের পার্টির সভাপতির নির্দেশক্রমে আমি সকল জেলা উপজেলার নেতাদের সদস্য সংগ্রহ ও নবায়ন বই সংগ্রহ করার জন্য নির্দেশনা দিচ্ছি।’
আওয়ামী লীগ প্রতি বছর ঘটা করে দলের সদস্য সংগ্রহ অভিযান চালায়। কয়েক লাখ কর্মী যোগাড় করাই দলটির লক্ষ্য থাকে।
এবার সদস্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীনতাবিরোধী জামায়াত পরিবারের সংশ্লিষ্ট থাকলে নেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গত বছর আমরা সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছি এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে। শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ পড়েনি। এবারকার নির্বাচনে অনেক নবীন কাজ করেছে। আমরা এবার তাদেরকে সদস্য করব। অন্যান্য দলের কাউকে সদস্য করার ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। তবে যুদ্ধাপরাধীদের ছেলে, এসব বিষয়ে গুলো স্ট্রিক্টলি দেখা হবে।’
‘আমরা যাকে সদস্য করব তার বিষয়টা দেখব। সে কী করত, তার কোন ক্রিমিনাল অফেন্স আছে কি না, কোন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত আছে কি না। সেটাকে আমরা মূল বিবেচনায় নেব। সে আসলে কে সেটা আমরা দেখতে যাবো। স্বাধীনতার ৪৭ বছর পর তার বাবা বা পরিবার কী ছিল সেটা নয়। তার বাবা মা একদম নিকটাত্মীয়ের বিষয়টা আলাদা। এই বিষয়টা আমরা স্ট্রিক্টলি দেখব।’