জামালগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪২ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৮টায় দক্ষিণ কামলাবাজের আয়োজনে গ্রামের মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে সভাপতিত্ব করেন আবুল কালাম সরকার। কমিটি সদস্য এম আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ও ক্রীড়াবিদ মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল মিয়া।
মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লাকী সেভেন ফুটবল দল ও লাল মোহাম্মদ বারী এক্সপ্রেস ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে লাকী সেভেন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন (অব.) সুবেদার মনফর আলী, সহযোগী রেফারী মো. আরিফুল ইসলাম ও মো. রাসেল মিয়া। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন হাসিবুল হাসান বাতেন।