তাসকিনের পর লঙ্কান শিবিরে মোস্তাফিজের আঘাত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণক্রীড়া ডেস্ক: দলীয় ১৫ রানের ২ লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।
তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের গুড লেন্থের বল ঠেকাতে গিয়ে ব্যাটের ভেতরের সাইডে কানায় লাগান সামারাবিক্রমা। বলটি সহজেই গ্লাভসে জমা করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৪৯ রান। মেন্ডিস ২২ ও আসালঙ্কা আছেন ৫ রানে অপরাজিত।
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের সেনসেশনাল পেসার তাসকিন। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে পরাস্ত করে তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।
ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।